সন্ত কস্তুরী

সন্ত কস্তুরী দিদির জন্ম ২৬ সে সেপ্টেম্বর, ১৯২৬ এ (26th September, 1926) (আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের সপ্তমী তিথিতে ) উত্তর প্রদেশের মহারাজনগরের লখিমপুর খীরীতে হয়ে ছিল | তার ঠাকুরদা (দাদা) পণ্ডিত জগন্নাথ প্রাসাদ পুলিশ অধিক্ষক অর্থাত (Superintendent of Police)পদে নিযুক্ত ছিলেন | পণ্ডিত জগন্নাথ প্রাসাদের তিন পুত্র এবং এক কন্যা ছিল | জ্যেষ্ঠ পুত্রের নাম পণ্ডিত রামদাস চতুর্বেদী, দ্বিতীয় পুত্রের নাম পণ্ডিত এম এল চতুর্বেদী এবং কনিষ্ঠ পুত্র ছিলেন পণ্ডিত দয়ানন্দ চতুর্বেদী | শ্রী এম এল চতুর্বেদী এলাহাবাদ উচ্ছ ন্যায়ালয়ে জজ ছিলেন এবং পণ্ডিত দয়ানন্দ চতুর্বেদী অলীগড়ে উকিল ছিলেন | শ্রী রামদাস চতুর্বেদী লখিমপুরে উকিল ছিলেন | পণ্ডিত রামদাস চতুর্বেদীর পাঁচটি কন্যা এবং দুটি পুত্র ছিল | সন্ত কস্তুরী উনার তৃতীয় সন্তান | কস্তুরী দিদির মা শ্রীমতি ভগবতী দেবী এক গৃহকার্যে নিপুণা সুশীল সাধ্বী সুগৃহিনী ছিলেন |