অনন্ত যাত্রা

শ্রী বাবুজী মহারাজের সহিত গুরু শিষ্যা সম্পর্ক হবার সময় থেকেই বাবুজীর নেতৃত্বে কস্তুরী দিদির আধ্যাত্মিক যাত্রা শুরু হয়ে যায় | দিদি শীঘ্রই বুঝতে পারেন যে শ্রী বাবুজী মহারাজই সেই দিব্য বিভূতি যার অবতরণ সম্পূর্ণ মানবতার উদ্ধারের জন্য প্রকৃতির অনুরোধে হয়েছে | ৭ ই নভেম্বর ১৯৪৯ সালে শ্রী বাবুজী মহারাজ কস্তুরী দিদিকে অন্যান্য অধ্যবসায়ীদের আধ্যাত্মিক শিক্ষা দেবার জন্য প্রশিক্ষক (Preceptor) নিযুক্ত করেন এবং সেই কাজ শ্রী বাবুজীকে সমর্পিত করে দিদি আজীবন নিষ্ঠার সহিত করে যান | এ ছাড়া দিদি শ্রী বাবুজীর আদর্শে অনুপ্রানিত হয়ে শ্রী বাবুজীর আদেশে প্রকৃতির অনেক মহৎ কার্যও সম্পন্ন করেন |

স্বামী বিবেকানন্দের Dictate
কস্তুরী দিদির আধ্যাত্মিক উন্নতি, দৈবিক দশা, এবং শ্রী বাবুজী মহারাজের আধ্যাত্মিক শিক্ষায় পাভূত্বের উপর স্বামী বিবেকানন্দের Dictate যা শ্রী বাবুজী মহারাজ দ্বারা সন্ত কস্তুরী দিদি কে ৮ মে, ১৯৪৯ সালে লেখা চিঠিতে লিখিত (Anant Yatra, Part I, page no. 37):
Swami Vivekananda (8.15 PM) “This condition is rarely found. All abhyasis approach, but do not stay. It is bestowed, no doubt. Daughter! excellent letter it is, see the approach. You will not be getting such a Master. I am sorry. Nobody comes to ‘Him’ for this sort of training. All are overwhelmed. Such a Master will not appear in future. Masterly command he has got. People are still sleeping in deep slumber in-spite of my repeated warnings. Avail daughter this opportunity. May God bless you! You do not know the condition of your father and mother. They are too unaware of it. What He (Ram Chandra) has done at Lakhimpur, others require a thousands years. See his efficacious training. Salvation is sure for your mother, because she has brought forth such a good Master. Stones can not breed such a good Master. It is she only and her kinsman.”