উদ্বোধন

শ্রী বাবুজীর সঙ্গে দেখা হবার পূর্বে কস্তুরী দিদির জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে | সন ১৯৪৮ সালের জানুয়ারী মাসের এক সন্ধ্যা বেলায় যখন দিদি আকাশের দিকে একদৃষ্টে তাকিয়ে ছিলেন, সেই সময় হটাৎ তিনি আবিষ্কার করেন যেন আকাশটা আকাশটা অদ্ভুত এক জ্যোতির্ময় আলোতে ভরা এবং সেই আলোর মধে দিদি শ্রী রাম ঠাকুরের মূর্তি দেখতে পান | একটু পরেই শ্রী রাম ঠাকুরের মূর্তিটা বিলীন হয়ে যায় এবং তার জায়গায় শ্রী কৃষ্ণ ঠাকুরের মূর্তির আবির্ভাব হয় | একটু পরেই আবার কৃষ্ণ ঠাকুরের ছবি অন্তর্ধ্যান অন্তধ্যান হয়ে সে খানে ওঙ্কার ( ঔং) দৃষ্টিগোচর হয় | কিন্তু তাও কিছুক্ষনের মধ্যে বিলীন হয়ে মিলিয়ে যায় আকাশে | অতিবিহ্বল অবস্থায় দিদি আকাশ -পানে চেয়ে থাকতে থাকতে দেখতে পান এক দেদীপ্যমান আলোর মধ্যে একটি দুর্বল কিন্তু তেজোময়, জ্যোতির্ময় গোঁফ-দাড়ি যুক্ত-কায়া | সে কায়ায় অতি মহৎ তেজ বিদ্যমান | দিদি বিস্ফারিত চোখে সে অনুপম দৃশ্য দেখতেই থেকে যান এবং কতক্ষণ সে দিব্যমূর্তি অটল-অনড় ছিল দিদির মনে নেই | এ দৃশ্য দেখতে দেখতে দিদি চৈতন্য হারান | দিদির যখন চৈতন্য ফিরে আসে তখন আকাশ পরিষ্কার | এর পর থেকেই দিদির হৃদয়ে সে দিব্য বিভূতির প্রতীক্ষা চলতে থাকে |